গাইবান্ধায় র্যাবের অভিযানে ৫৮০ পিস ইয়াবা উদ্বার, গ্রেফতার ১
করোনা মহামারিতেও থেমে নেই মাদক কারবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়ে এক শীর্ষ মাদক কারবারী। গাইবান্ধায় র্যাব-১৩ এর অভিযানে ৫৮০ পিস ইয়াবাসহ মো. আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল আমিন ওই এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, ৫ জুলাই সকালে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্প কমাণ্ডার মির্জা শাহেদ মাহতাব নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ঘোড়াঘাটের ‘ঘোড়াঘাট বাজার’ এর পাশে মেসার্স সাধনা ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আল-আমিন সরকারকে আটক করে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটক আল আমিন মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিষয়ে অনুসন্ধান চলছে।
ঘোড়াঘাট থানায় তার বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ অনুযায়ী একটি নিয়মিত মামলা করা হয়েছে।