ত্রাণ নিতে আসা ব্যাক্তিকে মারপিটের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত 


প্রকৌশল নিউজ ডেস্ক :
ত্রাণ নিতে আসা ব্যাক্তিকে মারপিটের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত 

প্রতিকী

  • Font increase
  • Font Decrease

নাটোরের লালপুর উপজেলার ৯ নং অর্জুনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার রেজাকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে করোনাকালে অসহায় ব্যক্তিকে খাদ্য সহায়তা না দিয়ে মারপিট ও ত্রাণের মাল আত্নসাৎ করার অভিযোগ প্রমাণ হওয়ায় বরখাস্ত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ তাদের বিরুদ্ধে আসা অভিযোগের সংশ্লিষ্টতা পেলে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। কিন্ত, আসামিরা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দারস্ত হন।

আসামিরা হাইকোর্টে সরকারের সিদ্ধান্ত স্থগিতের আবেদন করেন। তাদের আবেদনের প্র্রেক্ষিতে স্থানীয় সরকারের পক্ষে গত বছর আপিল করেন স্থানীয় সরকারের সিনিয়র আইনজীবী শেখ শফিক মাহমুদ পুস্প। এর প্রেক্ষিতে আদলত চেম্বার জজ আদালত এ সরকারের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করেন, হাইকোর্ট বিভাগ স্থাগিতাদেশ স্থগিত করেন।

রোববার (১৮ এপ্রিল) আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় বহাল রেখে রায় আদেশ প্রদান করেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদালত, চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখে রায় দেওয়ায় মো. আব্দুস সাত্তারের পক্ষে দায়িত্ব পূর্ণবহালের আর সুয়োগ থাকলো না।