আহসান ভাবনার জন্মদিন আজ
মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরুতে বিনোদন জগতে পা রাখেন। পরবর্তীতে মনোযোগী হন টিভি নাটকে। নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়েছেন তিনি। বলছি মডেল ও অভিনেত্রী আহসান ভাবনার কথা। আজ তার জন্মদিন।
ইমরাউল রাফাত পরিচালিত ‘অপেক্ষা’ নাটকের মধ্য দিয়েই ছোট পর্দায় যাত্রা শুরু হয় আহসান ভাবনার। এরপর অভিনয় করেন ইমরাউল রাফাতের আর একটি নাটকে। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত রিয়াদ বিন মাহবুবের গল্পে ইমরাউল রাফাত পরিচালিত টেলিফিল্ম 'আনাড়ী'তে অভিনয় করে দর্শক নন্দিত হন ভাবনা।
জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের আপকামিং চলচ্চিত্রের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ২০১৫ সালে সেরা হিরোইন নির্বাচিত হন। আপাতত আহসান ভাবনা নাটক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে ভাবনা বর্তমানে কাজ করছেন 'র্যাম্প শো' তে। এছাড়াও ফটোশ্যুট আর বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন উঠতি ছোট পর্দার এই অভিনেত্রী।
ছোট পর্দার অভিনেত্রী আহসান ভাবনা করোনার কারণে জন্মদিনের জন্য সব রকম অনুষ্ঠান বন্ধ রাখার কথা নিশ্চিত করেছেন প্রকৌশলনিউজ ডটকমকে। তিনি বলেন, দেশে প্রতিদিন করোনার সংক্রমণ বাড়ছে। এ জন্য দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, নিজের পরিবারের সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ নিজে সুরক্ষিত থাকলে পরিবার সুরক্ষিত থাকবে। আর করোনাকে ভয় নয়, সচেতনতা দিয়েই জয় করতে হবে বলেও জানান তিনি।
প্রকৌশলনিউজ/সু