ইরানের পরমানু বিজ্ঞানী খুন 


প্রকৌশল নিউজ:
ইরানের পরমানু বিজ্ঞানী খুন 
  • Font increase
  • Font Decrease

ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, তাদের সবচেয়ে ঊর্ধ্বতন পরমাণু বিজ্ঞানী মহসেন ফকিরজাদেহ রাজধানী তেহরানের কাছে চোরাগোপ্তা  হামলায় নিহত হয়েছেন। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, সশস্ত্র ঘাতকরা মহসেনের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

মহসেন ইরানে গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির হোতা বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন থেকেই সন্দেহ করে এসেছে। কূটনৈতিকরা তাকে ‌‘ইরানের বোমার জনক’ আখ্যা দিয়েছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ মহসেন হত্যার ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে নিন্দা করেছেন।

শুক্রবার মন্ত্রণালয় রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র সন্ত্রাসীরা তার গাড়ির ওপর গুলি চালালে তাদের সঙ্গে মহসেনের দেহরক্ষীদের সংঘর্ষ হয়। এতে মহসেন মারাত্মক আহত হলে তাকে দ্রুত হাসপাতালেও নেওয়া হয়।

কিন্তু দুর্ভাগ্যবশত, চিকিৎসক দল তাকে বাঁচাতে পারেনি।বছরের পর বছর ধরে নিজের কাজ আর সংগ্রাম চালিয়ে আসা এই বিজ্ঞানী কয়েক মিনিট আগে শহীদ হয়েছেন।

বিবিসি জানায়, মহসেন ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংগঠনের প্রধান ছিলেন।