আগামীতে ডি-৮ সদস্য দেশগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়বে 


প্রকৌশল প্রতিবেদক :
আগামীতে ডি-৮ সদস্য দেশগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়বে 

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে একে অপরকে সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর সদস্য দেশগুলো একেঅপরকে সহায়তা করবে। 

বুধবার  ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, করোনা মহামারিতে অনেক দেশেই মানুষ জীবন-জীবিকা হারাচ্ছেন। সে কারণে করোনা পরবর্তী সময়ে ডিজিটাল বাজার তৈরি ও মানুষের কর্মসংস্থানে ডি-৮ সদস্য দেশগুলো ভূমিকা রাখতে পারে। এছাড়া করোনার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সদস্য দেশগুলো একেঅপরকে সহযোগিতা করতে পারে।

ড. মোমেন ডি-৮ ফোরামকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেবেন বলে জানান। বৈঠকে তুরস্কের কাছ থেকে ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্সের চেয়ারের দায়িত্ব নেন ড. মোমেন।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবে।