বিজেপির জনসভায় একজন দর্শক, ভিডিও ভাইরাল   

ভারতীয় ক্ষমতাশীন রাজনৈতিক দল বিজেপির জনসভায় মাত্র একজন দর্শক আর মঞ্চে একাধিক নেতা রয়েছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়- মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপির এক নেতা। তার পাশে আরও অনেক নেতা। কিন্তু যাদের উদ্দেশে বক্তব্য তারা নেই। চেয়ারগুলো ফাঁকা। গোটা মাঠে একজন মাত্র দর্শক। আরেকজন মঞ্চের নিচে। তিনি মাইক সার্ভিসের লোক।

বিজেপির জনসভায় একজন দর্শক, ভিডিও ভাইরাল   

ভারতীয় ক্ষমতাশীন রাজনৈতিক দল বিজেপির জনসভায় মাত্র একজন দর্শক আর মঞ্চে একাধিক নেতা রয়েছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়- মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপির এক নেতা। তার পাশে আরও অনেক নেতা। কিন্তু যাদের উদ্দেশে বক্তব্য তারা নেই। চেয়ারগুলো ফাঁকা। গোটা মাঠে একজন মাত্র দর্শক। আরেকজন মঞ্চের নিচে। তিনি মাইক সার্ভিসের লোক।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহান গেরুয়া শিবিরকে লক্ষ করে এ দৃশ্য শেয়ার করেন। ছবির ক্যাপশনে জনপ্রিয় এ অভিনেত্রী লেখেন, ‘ইয়ে বিজেপি ফর বেঙ্গল হ্যায়। ইয়ে উনকি জনসভা হ্যায়। ঔর ইঁহা ইনকি পাওরি হো রহি হ্যায়।’

হিন্দিতে ক্যাপশন লেখার কারণ হলো- অধিকাংশ বিজেপিই হিন্দি ভাষার লোক। কিছু দিন আগে পাকিস্তানি মডেল দানানীর একটি ভিডিওতে একদম বিদেশি উচ্চারণে পার্টিকে ‘পাওরি’ উচ্চারণ করে বলেছিলেন, ‘এই আমি। এটা আমার গাড়ি। আর এখানে পার্টি চলছে।’

রাতারাতি ভাইরাল সেই ভিডিওতে ইউটিউবার যশরাজ মুখাটে ‘ফান এলিমেন্ট’যোগ করতেই রমরমিয়ে চলছে ‘পাওরি ভার্সান’।

যুব সম্প্রদায়ের নজর টানতে তাই শাসকদলের হাতিয়ার নয়া ‘পাওরি ভার্সান’। ঠিক যেভাবে বাম দল ২৮ ফেব্রুয়ারির বিগ্রেড মিটিংয়ের প্রচারে দ্বারস্থ হয়েছে ‘টুম্পা সোনা’র। সূত্র: আনন্দবাজার

প্রকৌশল নিউজ/এস