বীর মুক্তিযোদ্ধা শামসুল হক আর নেই
না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইল জেলার মহেরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইল জেলার মহেরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে ভুগলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
পরে তার লাশ বিকেলে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিনের হিলোড়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাস্ট্র্রীয় সম্মাননায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের কর্মজীবন শুরু করেন পাকিস্তান সেনাবাহিনীতে। এরপর মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দেশ স্বাধীন হলে দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকুরী করে অবসর গ্রহণ করেন।