যুবলীগ-ছাত্রলীগের নামে থানায় অভিযোগ হেফাজতের
হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে অবরুদ্ধের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করা হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে অবরুদ্ধের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করা হয়েছে।
রোববার দুপুরে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মামুনুল হক ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে সম্পূর্ণ নিয়মকানুন মেনে স্ত্রীসহ অবস্থানকালে হোটেল মালিক সাইদুর রহমান তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। এ সময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির নেতৃত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা মামুনুল হকের ওপর হামলা চালান। মামুনুল হককে শারিরীকভাবে লাঞ্ছিত করাসহ তার গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম হেফাজতের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশল নিউজ/প্রতিনিধি