যেকোনো সময় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ হওয়া অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল আবারও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো সময় থেকে অভ্যন্তরীণ ফ্লাইট আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ হওয়া অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল আবারও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো সময় থেকে অভ্যন্তরীণ ফ্লাইট আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (১ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।