কুরবানি : রাজধানীতে ৩২,২৫১.৩৯ মেট্রিক টন বর্জ্য অপসারণ
ঈদের দিন দুপুর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানীতে ৩২ হাজার ২৫১.৩৯ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন।
এসব বর্জ্য অপসারণে দুই সিটির সাড়ে ২১ হাজার কর্মী নিয়োজিত ছিল। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এবার কোরবানীর পশুর বর্জ্য অপসারণ কাজে ১১ হাজার ৫০৮ জন কর্মী কাজ করছে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) প্রায় ১০ হাজার কর্মী পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছেন।
ডিএনসিসি এলাকা থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৭৩৩ মেট্রিক টন কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে কর্পোরেশন সূত্র জানায়।
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ৪ হাজার ৩৫৯টি ট্রিপের মাধ্যমে ১৬ হাজার ৫১৮.৩৯ টন কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দক্ষিন সিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই সিটি কর্পোরেশনই নির্দিষ্ট সময়ের আগে কোরবানীর পশু বর্জ্য অপসারণ করেছে।
প্রকৌশল নিউজ/এমআরএস