মাহে রমজান : তৃতীয় রোজার ফজিলত


প্রকৌশল প্রতিবেদক:
মাহে রমজান : তৃতীয় রোজার ফজিলত
  • Font increase
  • Font Decrease

রোজা মুসলমাদের ধর্মীর ৫টি স্তম্বের একটি। ফারসি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সওম হল আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই সওম বা রোজা।

রমজান মাসের ৩০ দিনের রোজার ৩০টি ফজিলত রয়েছে। প্রকৌশলনিউজের পাঠকের জন্য প্রতিদিন রমজানের ফজিলত সম্পর্কে জানানো হয়। আজ তৃতীয় রমজানের ফজিলত সর্ম্পকে বলা হয়, রোজাদারের জন্য একজন ফেরেস্তা প্রতিদিন ক্ষমার ঘোষণা দেন।

এছাড়া, রোজা ও রমজান মাস নিয়ে আল কোরআনে বিভিন্ন সময় ‘সওম’ এর প্রেক্ষাপট বিবেচনায় আয়াত নাজিল হয়েছে।

রমজানরে প্রথম দশক রহমতের। এ দশকের তৃতীয় রমজান আজ। আল্লাহ তাআলা মানুষের ওপর এ দশকে রহমত ও করুনা বর্ষণ করেন। মানুষও তাঁর রহমত ও দয়া প্রত্যাশী।

মানুষ আল্লাহ তাআলার দয়া পেতে তাঁর প্রিয় বান্দারা কতই না কাকুতি মিনতি করে। আল্লাহর দয়া লাভে রমজানের তৃতীয় দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো- উচ্চারণ : আল্লাহুম্মার যুক্বনি ফিহিজ জাহনা ওয়াত তানবিহা; ওয়া বায়ি’দনি ফিহি মিনাস সাফাহাতি ওয়াত তামউইহি; ওয়াঝআ’ললি নাসিবাম মিন কুল্লি খাইরি তুনযিলু ফিহি; বিঝুদিকা ইয়া আঝওয়াদুল আঝওয়াদিন।

অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান করুন। অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকেও আমাকে দূরে রাখুন। আজকের দিনে আপনি যত ধরণের কল্যাণ দান করবেন; তার প্রতিটিতে আপনার দয়ার ওসিলায় আমাকে উপকৃত করুন। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।

প্রকৌশলনিউজ/এসআই