ময়মনসিংহে ২০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
 
                                               
                                            ময়মনসিংহে দু’শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সাফিউল আলম ও একই জেলার ফুলবাড়ি থানার হাফিজুর রহমান রিপন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীর একটি দল দিনাজপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বাসে এসে ঢাকা-ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে নেমেছে। তারা মাদকদ্রব্য ময়মনসিংহ নগরীতে থাকা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ওই সময় অভিযান চালিয়ে দুশ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা উদ্ধার করা ফেনসিডিলের মূল্য দুই লাখ টাকা বলে স্বীকার করে। দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ অন্যান্য মাদক দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর কাজ করতো বলেও জানায় তারা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার পর আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



 
            
             
            
            