মাদ্রাসায় তল্লাশি : শতাধিক চাকু উদ্ধার দাবি


প্রকৌশল প্রতিবেদক :
মাদ্রাসায় তল্লাশি : শতাধিক চাকু উদ্ধার দাবি
  • Font increase
  • Font Decrease

পুরান ঢাকার চকবাজারে জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়েছে চকবাজার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযানে শতাধিক চাকু উদ্ধারের দাবি করেছে পুলিশ। তবে, মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে চাকু গুলো কুরবানী ঈদের কাজে ব্যবহৃত হয়ে থাকে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ইসলামবাগের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান শুরু হয়। সেখান থেকে শতাধিক চাকু উদ্ধার করা হয়েছে, তবে তারা দাবি করেছে, সেগুলো কোরবানির ঈদের সময় তারা ব্যবহার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের পরপরই থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশের একটি দল মাদ্রাসার প্রধান ফটকসহ চারদিক ঘিরে ফেলে। তারা মাদ্রাসার ভেতরে বিভিন্ন কক্ষ তল্লাশি করে। তবে এ সময় মাদ্রাসায় কোনো ছাত্র ছিল না।

প্রকৌশল নিউজ/এমআরএস