এজলাসে না তুলেই ওসি প্রদীপকে ফেরত: প্রতিবেদন দেয়নি দুদক


প্রকৌশল নিউজ :
এজলাসে না তুলেই ওসি প্রদীপকে ফেরত: প্রতিবেদন দেয়নি দুদক
  • Font increase
  • Font Decrease

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এজলাসে না তুলেই ফিরিয়ে নেওয়া হয়েছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে।


সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে কক্সবাজার টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপকে হাজির করার কথা ছিল। এজন্য বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালত প্রাঙ্গণে আনা হয় তাকে।  

প্রসঙ্গত, ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে।