র‌্যাবের চেকপোস্ট ও রোবাস্ট প্যাট্রোলিং


প্রকৌশল প্রতিবেদক :
র‌্যাবের চেকপোস্ট ও রোবাস্ট প্যাট্রোলিং
  • Font increase
  • Font Decrease

র‍্যাব ফোর্সেস-এর চেকপোস্ট কার্যক্রম ও রোবাস্ট প্যাট্রোলিং কার্যক্রম সমগ্র দেশব্যাপী চলমান রয়েছে।

বুধবার চলমান করোনা সংক্রমণ রোধে সরকারী বিধি নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য র‍্যাব কাজ করে যাচ্ছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

এছাড়া মাঠ পর্যায়ে পাড়া-মহল্লা, অলিগলি কিংবা চায়ের দোকানে যাতে জটলা না হয় সেজন্য সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব।

চেকপোস্টে বিনা প্রয়োজনে সকলকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। সরকারী বিধিনিষেধ চলাকালে জরুরী প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মুভমেন্ট পাস নিয়ে যাওয়ার প্রতি উৎসাহিত করা হচ্ছে।

জরুরী প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হচ্ছে। সচেতনতা তৈরিতে মানুষের মাঝে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। যারা অহেতুক অকারণে বের হবেন, সরকারি নির্দেশনা প্রতিপালনে অনীহা প্রদর্শন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকৌশল নিউজ/এমআরএস