করোনাযুদ্ধে শহীদ দুই ‍পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান ডিএমপির


প্রকৌশল প্রতিবেদক:
করোনাযুদ্ধে শহীদ দুই ‍পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান ডিএমপির
  • Font increase
  • Font Decrease

বিশ্বব্যাপী চলমান মহামারী করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জীবন উৎসর্গ করা সদস্যদের মধ্য থেকে শহীদ দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ হোসেন ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (ফোর্স) এবং অতিরিক্ত উপ-কমিশনার (ওয়েলফেয়ার এন্ড স্পোর্ট্স)।

করোনায় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগের এএসআই (সঃ) মোঃ দেলোয়ার হোসেন ও ট্রাফিক-উত্তরা বিভাগের কনস্টবল মোঃ মোশারফ হোসেন এর পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এছাড়াও ডিএমপিতে কর্মরত যে সকল পুলিশ ও আনসার সদস্য করোনা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গকে নগদ ১৫,০০০ টাকা করে ঈদ- শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

ইতোপূর্বেও করোনা ভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পু্লেিশর অন্যান্য সদস্যদের পরিবারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

প্রকৌশল নিউজ/এমআরএস