কালিগঞ্জে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে প্রকৌশলী নিহত, আহত ২
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে সদ্য ডিপ্লোমাধারী প্রকৌশলী আরিফ শেখ নিহত হয়।
শনিবার (৮মে) সকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের সালদিয়া গ্রামের শারফদ্দিন শেখের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, জাংগালিয়া ইউনিয়নের সালদিয়া গ্রামের শারফদ্দিন শেখের দুটি পরিবারের সন্তানদের মধ্যে জমিসংক্রান্ত ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিনের ঝগড়া হয়ে আসছিল। সকালে পুনরায় তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে আরিফ শেখের সৎ ভাই লুৎফর রহমান শেখ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আরিফ শেখ তার প্রতিবাদ করতে গেলে সৎ ভাই লুৎফর রহমান শেখের ছুরিকাঘাতে আরিফ শেখ নিহত হয় এবং অপর দুই ভাই বুলবুল শেখ ও বাবুল শেখ গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জরুরী চিকিৎসা দিতে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যায়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতল মর্গে প্রেরণ করে।
কালীগঞ্জ ও কাপাসিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন বলেন, "কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ একে এম মিজানুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।"
হত্যাকাণ্ডের ঘটনায় ৬/৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং-৪(৫)২১ তাং-৮/৫/২০২১।