ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ ৩ পাচারকারী গ্রেপ্তার
রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে ৭০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ পাচার চক্রের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃত হলেন- মো. সাকিল (২৬), মো. নুরুল আলম ওরফে সুমন (৩৩) ও মো. আবুল হোসেন (৩১)।
শনিবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়।
তিনি জানান, আন্তর্জাতিক কলিং কার্ড পাচার চক্রের কিছু সদস্য প্রাইভেটকারে করে বিপুল পরিমান ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) নিয়ে রাজধানীর নিউ মার্কেট থানার নীলক্ষেত মিরপুর রোড দিয়ে গাবতলী হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত ৮ টায় নিউ মার্কেট থানার চন্দ্রিমা সুপার মার্কেট এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) পাচার চক্রের ৩ সদস্যকে আটক করে। এসময় তাদের নিকট হতে আনুমানিক ৭০ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের কলিং কার্ড উদ্ধার করা হয়।
প্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইন্টারন্যাশনাল কলিং কার্ড বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন। গ্রেপ্তারকৃতরা ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
র্যাব জানিয়েছে, আসামিদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকৌশল নিউজ/এমআরএস