পুলিশের ফেইসবুক ভিত্তিক কোনো অনলাইন শপ নেই


প্রকৌশল প্রতিবেদক:
পুলিশের ফেইসবুক ভিত্তিক কোনো অনলাইন শপ নেই
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পুলিশ নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ খুলে সেখান থেকে একটি অনলাইন শপিং প্লাটফর্মের বিজ্ঞাপন দেয়া হচ্ছে। দাবী করা হচ্ছে উক্ত অনলাইন শপিং প্লাটফর্মটি বাংলাদেশ পুলিশের একটি উদ্যোগ। ভুয়া এই পেইজ থেকে প্রচার করা হচ্ছে, উদ্বোধন উপলক্ষে প্রথমদিন সবাইকে গিফট দেয়া হবে এবং গিফটগুলো বিনামূল্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। সবাইকে ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকতে এবং আকর্ষনীয় গিফট উপভোগ করার অনুরোধ করা হচ্ছে। 

বাংলাদেশ পুলিশের নামে খোলা উল্লিখিত পেইজ এবং উক্ত অনলাইন শপের নামে খোলা পেইজটি ফেইক বা ভুয়া। উল্লেখ্য, বিভিন্ন সময়ে এক শ্রেনীর প্রতারক চক্র ও অপরাধ মনষ্ক ব্যক্তি বাংলাদেশ পুলিশের লোগো বা চিহ্ন ব্যবহার করে বাংলাদেশ পুলিশের নাম বা এর আংশিক তথ্য ব্যবহার করে পেইজ বা অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারিত করার চেষ্টা করেছে। খুঁজে বের করে এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমান বিষয়টিতেও কাজ করছে পুলিশের সাইবার টিম।

তাই, প্রতারনা থেকে মুক্ত থাকতে এ ধরনের যে কোনো ভুয়া পেইজ বা কার্যক্রমের সাথে নিজেদেরকে কোনোভাবে যুক্ত না রাখতে পরামর্শ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। কোনো প্রকার সন্দেহ হলে ৯৯৯ এ কল করে সঠিক তথ্য জানতে অনুরোধ করা হলো। এ ছাড়া, এ ধরনের যে কোনো কর্মকান্ডের সাথে জড়িতদের বিষয়ে তথ্য দিয়েও সহায়তা করতে অনুরোধ করা হচ্ছে। 

অনুগ্রহপূর্বক মনে রাখুন, বাংলাদেশ পুলিশের একমাত্র কেন্দ্রীয় অফিসিয়াল ও অনুমোদিত পেইজ হলো ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ যার লিংক হলো - https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage/

প্রকৌশল নিউজ/এমআরএস