হবিগঞ্জে প্রবাসী স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী


আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জে প্রবাসী স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী
  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৌদি ফেরত দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে পাষণ্ড স্বামী।

মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১টায় ঘটনাটি ঘটে।

হত্যাকান্ডে নিহত হওয়া দুই সন্তানের জননী পারভিন(৩৫)আক্তার উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার কন্যা। পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেণু মিয়ার ছেলে তকদির হোসেনের (৪০) সাথে বিয়ে হয় পারভিনের। তকদির হোসেন সম্পর্কে পারভিনের খালাতো ভাই। তাদের দুটি সন্তান রয়েছে।

এলাকাবাসী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পরিবারে আর্থিক সংকটের কারণে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। একারণে পারভিন দুটি সন্তান রেখে সৌদি আরবে পাড়ি জমায়। প্রায় দেড় মাস আগে পারভিন সৌদি আরব থেকে দেশে আসে। দেশে আসার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া লেগেই থাকতো।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জুলাই) রাতে খাওয়া দাওয়া শেষ করে পারভিন তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে স্বামী তকদির হোসেন তার স্ত্রী পারভিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পারভিনের ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। এসময় তারা পারভিনকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি সংবাদ পেয়ে পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাগণও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ দেয়নি। তবে পুলিশের একাধিক টিম তকবিরকে গ্রেফতার করতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমসহ সর্বাত্তক চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

প্রকৌশল নিউজ/সু