রাজধানীতে ভেজাল মদসহ গ্রেপ্তার দুই, ডিবির সর্তকবার্তা


প্রকৌশল প্রতিবেদক :
রাজধানীতে ভেজাল মদসহ গ্রেপ্তার দুই, ডিবির সর্তকবার্তা
  • Font increase
  • Font Decrease

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ১৩৬ বোতল ভেজাল মদ ও ভেজাল মদ তৈরির উপকরণসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আলমগীর হোসেন ও মোঃ শফিকুল ইসলাম। রবিবার বিকাল পাঁচটায় বনানীর একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম  বলেন, গোয়েন্দা পুলিশের নিকট তথ্য আসে যে বনানীর একটি বাসায় ভেজাল মদ তৈরি হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার গোয়েন্দা রমনা বিভাগের দুটি টিম বনানী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে বনানীর ওই বাসা থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্রান্ডের ১৩৬ বোতল বিদেশী ভেজাল মদ ও বিপুল পরিমাণ ভেজাল মদ তৈরির উপকরণ। গ্রেপ্তার করা হয় আলমগীর ও শফিকুলকে।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা চাই আবারও যেন বাড্ডার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। আসুন আমরা সকলে সচেতন হই।

প্রকৌশ নিউজ/এমআরএস