সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা


আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার দেবহাটা উপজেলা টিকেট এলাকার গাভা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত পূর্ণিমা দাস (১৬) টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের কন্যা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট এলাকার তারক মন্ডলের বাগানে এ ঘটনা ঘটে।

গাভা হাইস্কুলের সহকারী শিক্ষক দীপঙ্কর বিশ্বাস ছাত্রীর অভিভাবকের উদ্ধৃতি দিয়ে বলেন, পূর্ণিমা দাস বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ধারনা করা হচ্ছে কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী তারক মন্ডলের বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

স্থানীয়রা তারকের বাগানে পূর্ণিমা দাসের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরার দেবহাটা থানার এসআই ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আমরা ঘটনাস্থলে আছি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রকৌশলনিউজ/সু