নকল স্যানিটারি ন্যাপকিনসহ গ্রেফতার ২


প্রকৌশল নিউজ :
নকল স্যানিটারি ন্যাপকিনসহ গ্রেফতার ২
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক কোম্পানির নাম ব্যবহার করে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি নকল স্যানিটারি ন্যাপকিন-Whisper সহ এই চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এসময় নিম্নমানের পণ্য দিয়ে তৈরি বিপুল পরিমান নকল স্যানিটারি ন্যাপকিন Whisper-ও  উদ্ধার করা হয়। 

সোমবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহের শৈলকুপার গাড়াইগঞ্জের আজিম উদ্দিন (৩৫) ও গোলাম রহমান (৩২)।

সিআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র পিএন্ডজি কোম্পানির পণ্য Whisper সহ বিভিন্ন ব্র্যান্ডের মালামাল নকল করে বাজারজাত করার জন্য তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর মিরপুরে খান কোম্পানিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পিএন্ডজি কোম্পানির প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে জানা যায় যে, নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মহিলাদের সার্ভিক্যাল ক্যান্সারের জন্য এগুলো অনেকাংশে দায়ী।

তাদের বিরুদ্ধে আইনানুজ্ঞ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় সিআইডি।