জামিন পেলেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার


প্রকৌশল নিউজ :
জামিন পেলেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার
  • Font increase
  • Font Decrease

দেশে ফিরেই গ্রেপ্তার হওয়া সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক আশেক ইমাম আগামী ১০ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। 

এর আগে সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। প্রায় নয় মাস পর দেশে ফিরেছিলেন তিনি।

সে সময় ডিবির অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন গণমাধ্যমকে জানান, এক্সিম ব্যাংকের একটি মামলায় রন হক সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন তিনি। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গত বছরের ১৯ মে রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

এরপর ২৫ মে সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার থাইল্যান্ডের পালিয়ে যান।

প্রকৌশল নিউজ/ এম আর