নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাইকোর্টে ইরফান সেলিমের জামিন
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ইরফানের কারামুক্তিতে আর বাধা নেই বলে দাবি করেছেন তার আইনজীবী।
আদালতে ইরফানের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানকে মারধরের অভিযোগ ওঠে ইরফান ও তার সহযোগীর বিরুদ্ধে।
এই ঘটনায় পরদিন ২৬ অক্টোবর সকালে বাদী হয়ে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। এরপর ২৭ অক্টোবর ইরফানকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়। মারধরের মামলায় গত ১৩ ফেব্রুয়ারি বিচারিক আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
ধানমন্ডি থানার মামলায় গত বছরের ২৭ ডিসেম্বর নিম্ন আদালতে জামিন চান ইফরান। পরে জামিন না পাওয়ায় তিনি চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
প্রকৌশল নিউজ/এমআর