রাজধানীতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, তিনজনের কারাদণ্ড


প্রকৌশল নিউজ ডেস্ক :
রাজধানীতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, তিনজনের কারাদণ্ড

আদালত

  • Font increase
  • Font Decrease

পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অপরাধে তিনজনকে কারাদণ্ড প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করা হয়।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে চকবাজারের ছোট কাটারা এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়। ঐ বাসার মধ্যে সুগন্ধিযুক্ত কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের নকল ডাবর আমলা হেয়ার অয়েল, প্যারাস্যুট ও কিউট নারিকেল তেল তৈরি করে মোড়ক লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো।

অভিযানে কারখানার তিন শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নকল প্যারাসুট এবং ডাবর আমলা তেলের বিভিন্ন পরিমাপের বোতল ও কেমিক্যালসহ ২ টি জার উদ্ধার করা হয়। নকল প্রসাধনী তৈরির এ কারখানাটি সিলগালা করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদেরকে জেল হাজতে প্রেরণের জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক।