হেফাজতের সহকারী মহাসচিব আফেন্দি গ্রেপ্তার
রাজধানীর শাপলা চত্ত্বর কাণ্ডে করা পুলিশের মামলায় গ্রেপ্তার হলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
বুধবার রাত ১১টার দিকে রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঞ্জুরুল ইসলাম আফেন্দি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিবের দায়িত্বে রয়েছেন। এছাড়া জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।