লকডাউনে সিটি করপোরেশনের অভিযান, পৌনে ১ লাখ টাকা জরিমানা
সর্বাত্মক লকডাউন চলাকালে বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ভঙ্গ ও মশার লার্ভা পাওয়ার অভিযোগে আভিযুক্তদের বিরুদ্ধে ৩৩টি মামলা ও পৌনে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে বিধিনিষেধ তদারকিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একযোগে ১১টি ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
জানা যায়, সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় সরকারি বিধিনিষেধ অমান্য, স্বাস্থ্যবিধি ভঙ্গ, অনুমোদনবিহীন দোকানপাট খোলা রাখা ও মশার লার্ভা অনুসন্ধানে অভিযান চালায়। এসময় ঢাকা নিবাস নামের একটি ডেভেলপার কোম্পানীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মোট ৩৩টি মামলা দায়ের করেন। একই সাথে এসব মামলায় ৭৫ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করা হয়।
দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ১ থেকে ৭ এবং ১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি সম্পত্তি বিভাগের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতসমূহ পরিচালনা করেন।
এসময় আঞ্চলিক বিভাগের নির্বাহী কর্মকর্তারা ধানমণ্ডির সাত মসজিদ রোড, নিউ মার্কেট, শাহবাগ, হাতিরপুল, সেগুনবাগিচা ও বেইলি রোড, ৪নং ওয়ার্ডের বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকার কাঁচা বাজার, বৌদ্ধ মন্দির, কামরাংগিচর, ৩৬ নং ওয়ার্ডের তাঁতীবাজার, ৪৯ নং ওয়ার্ডের ধলপুর মালতিলতা কাঁচাবাজার, ৭৫নং ওয়ার্ডের শেখের জায়গা, মোস্তামাঝির মোড়, নাগদারপাড়, মান্ডা ব্রিজ, ডেমরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকা, শনির আঁখড়া জিয়া সরণি এলাকায় রাস্তার দু’পাশের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন।
অন্যদিকে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মালিবাগ রেলগেইট বাজার, শান্তিনগর বাজার ও ফকিরাপুল বাজার, ওয়ারী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, জয়কালী মন্দির, মালিটোলায় ২৬টি স্থাপনা অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া বলেন, “আজ শনির আঁখড়ার জিয়া সরণি এলাকায় অভিযান পরিচালনা করেছি। এ সময় অনুনোমোদিত দোকানপাট ও ৩টার পর অনুমোদিত কাঁচাবাজার বন্ধ পেয়েছি। কিন্তু বিনা প্রয়োজনে বিভিন্ন স্থানে প্রচুর লোকসমাগম করতে দেখেছি। পরে সেসব লোকজনকে স্বাস্থ্যবিধি মানতে ও বিনা প্রয়োজনে বের না হতে সতর্ক করেছি।”
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীর ত্রপা বলেন, “এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আজ মালিটোলায় অভিযান পরিচালনা করেছি। ২৬টি স্থাপনায় অভিযান চালিয়ে ১টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা খুঁজে পাই। ‘ঢাকা নিবাস’ নামে একটি ডেভেলপার কোম্পানী বাড়িটি নির্মাণ করছে। পরে সেই ডেভেলপার কোম্পানীর বিরুদ্ধে ১টি মামলা দায়ের ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছি।”
অভিযানকালে সবগুলো ভ্রাম্যমাণ আদালতই লকডাউনের নির্দেশনা মেনে চলতে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেন। এছাড়া বিনা প্রয়োজনে অযথা বাড়ির বাইরে বের না হওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেন।