আবারো ৭ দিনের রিমান্ডে মামুনুল হক


ডেস্ক নিউজ
আবারো ৭ দিনের রিমান্ডে মামুনুল হক
  • Font increase
  • Font Decrease

সাবেক হেফাজত নেতা মামুনুল হকের আবারও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন ও মতিঝিল থানার দুই পৃথক মামলায় তার এই রিমান্ড দেয়া হয়। এর মধ্যে পল্টন থানার মামলায় ৪ দিন ও মতিঝিল থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। মামুনল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৩ সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান মামুনুলকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। অপরদিকে, চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম আসামি মামুনুল হককে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। 

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
এদিন মোহাম্মপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা সাবেক হেফাজত নেতা মামুনুলকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলায় তাকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।