হেফাজতের জুনায়েদ ফের ৪ দিনের রিমান্ডে


প্রকৌশল প্রতিবেদক:
হেফাজতের জুনায়েদ ফের ৪ দিনের রিমান্ডে
  • Font increase
  • Font Decrease

হেফাজতের তান্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। পৃথক মামলায় দুদিন করে চার দিন রিমান্ড দিয়েছেন আদালত।

রিমান্ড শেষে তাকে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালের হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।

চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার করা মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়া চলতি বছরের মার্চ মাসে ওই ঘটনায় আরেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

এরআগে, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তান্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে দশ দিন করে বিশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে পল্টন থানার মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিন দিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

১৭ এপ্রিল জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস