সুপ্রিমকোর্ট আপিল বিভাগে ভার্চুয়ালি ১০ হাজার ৩ মামলা নিষ্পত্তি
শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১৩ জুলাই ২০২০ হতে ৬ মে ২০২১ পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ১০ হাজার ৩টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সোমবার সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রত্যেক বেঞ্চে প্রতিদিন ১শ’ জনের অধিক আইনজীবী শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতিতে মামলায় শুনানি করছেন। হাইকোর্ট বিভাগে প্রতিদিন ৫শ’ এর অধিক ফৌজদারী আবেদন নিষ্পত্তি হচ্ছে।
প্রধান বিচারপতি পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও সর্বস্তরে প্রয়োজনীয় সংখ্যক আদালত খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছেন যাতে বিচারপ্রার্থীগণ বিভিন্ন আবেদন দায়ের এবং শুনানি করতে পারেন।
করোনা মহামারি জনিত পরিস্থিতিতে মানুষের ন্যায়বিচার নিশ্চিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশে বিচার কাজ শুরু হয়। নতুন এ ব্যবস্থার জন্য আইনও প্রণয়ন করা হয়।
প্রকৌশল নিউজ/এমআরএস