অর্থপাচার মামলায় ১৩ জুন গোল্ডেন মনিরের বিরুদ্ধে প্রতিবেদন


প্রকৌশল প্রতিবেদক:
অর্থপাচার মামলায় ১৩ জুন গোল্ডেন মনিরের বিরুদ্ধে প্রতিবেদন
  • Font increase
  • Font Decrease

রাজধানীর বাড্ডা থানার অর্থপাচার মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৩ জুন দিন ধার্য করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মামলার এজাহার গ্রহণ করে এদিন ধার্য্য করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাদি হয়ে গোল্ডেন মনিরের স্ত্রী ছেলেসহ দশ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন, মনিরের স্ত্রী রওশন আক্তার, ছেলে রাফি হোসেন, বোন নাসিমা আক্তার, নাসিমার স্বামী হাসান আলী খান, মনিরের আরেক ভগ্নিপতি নাহিদ হোসেন, গোল্ডেন মনিরের সহযোগি আবদুল হামিদ, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, রিয়াজের ভাই হায়দার আলী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিক।

প্রকৌশল নিউজ/এমআরএস