স্কুলছাত্র আয়াজ হত্যায় একজনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন


প্রকৌশল নিউজ :
স্কুলছাত্র আয়াজ হত্যায় একজনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন

আদালত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র আয়াজ হত্যা মামলায় একজনকে আমৃত্যু এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ৷

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন-ইনজামামুল ইসলাম ওরফে জিসান। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম এবং আরিফ হোসেন রিগ্যান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর তিন মাসের কারাভোগ করতে হবে।

২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় রাজধানীর ধানমণ্ডিতে আয়াজ হককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বাবা অ্যাডভোকেট সহিদুল হক ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।