গাঁজা পাতা থেকে ব্রাউনিয়া কেক!

রাজধানীতে গাঁজা পাতার নির্যাস থেকে ব্রাউনিয়া কেক তৈরির অভিযোগে গ্রেপ্তারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
রিমান্ডভূক্তরা হলেন, আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউন্টার সায়েন্সের ছাত্র কাফিল ওয়ারা রাফিদ, ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিসালাত হোসেন ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সাইফুল ইসলাম সাইফ।
বৃহস্পতিবার তিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। এসময় আসামিপক্ষের আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. শাহিনুর রহমান তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রকৌশল নিউজ/এমআরএস