টিকটক হৃদয়ের সহযোগী সন্ত্রাসী অনিক কারাগারে
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার টিকটক হৃদয়ের অন্যতম সহযোগী অনিক হাসান ওরফে হিরো অনিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলায় চার দিনের রিমান্ড শেষে অনিককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৬ জুলাই অনিকের অস্ত্র মামলায় তিন দিন এবং ডাকাতির প্রস্তুতির মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন শহিদুল ইসলাম অ্যাম্পুল, আবির আহমেদ রাকিব, সোহাগ হোসেন আরিফ ও মোহাম্মদ হিরোর ডাকাতির প্রস্তুতির মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৮ জুলাই রিমান্ড শেষে এই চারজনকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ৫ জুলাই হাতিরঝিল এলাকা থেকে তাদের আটক করে র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, পাঁচটি ধারোলো অস্ত্র এবং তিনশ পিস ইয়াবা উদ্ধার জব্দ করা হয়।
জানা যায়, ব্ল্যাকমেইলের শিকার এক যুগলের অভিযোগ পেয়ে র্যাবের গোয়েন্দা দল মাঠে নামে। র্যাব জানতে পারে, অনিক হাসান ওরফে হিরো অনিক কিশোর অবস্থাতেই অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। রাজধানীর মগবাজার, হাতিরঝিল এলাকায় ছিল তার রাজত্ব। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, ছিনতাই সবকিছুতেই ছিল তার নিয়ন্ত্রণে। ২০-২৫ জন সদস্য নিয়ে তার অপরাধ জগত চলছিল। তার বিরুদ্ধে রয়েছে নয়টি মামলা। এছাড়া ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ঘটনায় জড়িত টিকটক হৃদয়ের সঙ্গে ছিল তারা।
প্রকৌশল নিউজ/এমআরএস