নারী পাচারকারী আক্তারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ


প্রকৌশল প্রতিবেদক:
নারী পাচারকারী আক্তারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম সদস্য মো. আক্তার হোসেনের (৫৯) রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আগামী তিনদিনের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

জানা যায়, আক্তার হোসেন একজন আদম ব্যবসায়ী। তিনি একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যোগসাজসে দেশের বাইরে বাংলাদেশ থেকে লোভনীয় চাকরির প্রস্তাব দিয়ে দেশের বাইরে পাচার করার প্রত্যক্ষভাবে  সহায়তা করতেন।  সেখানে গিয়ে নারীরা চাকরির বদলে ধর্ষণের শিকার হতেন।  এতে অনেকের জীবন বিপণ্ন হতো।

সম্প্রতি দুই নারী সদস্য মরিশাসে পাচার হওয়ার পর ধর্ষণের শিকার হয়ে দেশে ফিরে এসেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত দল মাঠে নেমে আক্তার হোসেনকে শনিবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

প্রকৌশল নিউজ/এমআরএস