স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বলের রিমান্ড শুনানি রোববার


প্রকৌশল প্রতিবেদক :
স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বলের রিমান্ড শুনানি রোববার
  • Font increase
  • Font Decrease

বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসফিকুর রহমান ওরফে উজ্জ্বল হিরণের সাত দিন করে রিমান্ড আবেদন শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।

বুধবার মামলার তদন্ত কর্মকতা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ ভূঁইয়া এ আসামিকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। একই সঙ্গে তিনি শুনানির দিন পেছানোর আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আইনজীবীর নিবেদন মতে আগামী রোববার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

এর আগে গত সোমবার দিবাগত রাতে শেরে বাংলা নগরের শাপলা হাউজিং এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসফিকুর রহমান ওরফে উজ্জ্বল হিরণকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪’র দাবি, উজ্জ্বলের বিরুদ্ধে আগে চাঁদাবাজি, নারী নির্যাতনসহ ছয়টি মামলা রয়েছে। তিনি অস্ত্রের ভয় দেখিয়ে শেরেবাংলা নগরের তালতলা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। পাশাপাশি আসামি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে তার ক্যাডার বাহিনী দিয়ে কাজ বন্ধ করে দিত। কেবল তাই নয়, আসামি উজ্জ্বল সরকারি খাসজমি ও অন্যের জমি দখল করে সেখানে স্থাপনা তৈরি করে তা ভাড়া দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তার সহযোগীরা আগারগাঁও এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করেন।

অস্ত্রধারী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করার কেউ সাহস পেতেন না। কেউ অভিযোগ দিলে মারধর করতেন উজ্জ্বল।

প্রকৌশল নিউজ/এমআরএস