জঙ্গিনেতা গুনবি ৩ দিনের রিমান্ডে


প্রকৌশল প্রতিবেদক :
জঙ্গিনেতা গুনবি ৩ দিনের রিমান্ডে
  • Font increase
  • Font Decrease

পরিবারের নিখোঁজ দাবির পর ওয়াজের নামে জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেয়।
 
শাহ আলী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই মাসুদ রানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহমুদ হাসান গুনবির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে মাহমুদ হাসান গুনবিকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব জানায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তার আড়ালে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদের প্রচারণা এবং জঙ্গিদের রিক্রুট করতেন দাওয়াত-ই ইসলামের সভাপতি ও আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসান। 

প্রকৌশল নিউজ/এমআরএস