ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৩১ জানুয়ারি। এ ধাপে দেশের ২১৯টি ইউপিতে ভোট হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে ৯২তম কমিশন বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুযারি, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৩ জানুয়ারি, এবং ভোট গ্রহণ ৩১ জানুয়ারি। ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপির সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ইসি সচিব বলেন, ধাপ হিসেবে এটাই শেষ। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে।
প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০০ ইউপির ভোট রোববার। ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট হয়। এরপর ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট হবে।