জাবি প্রশাসনকে মামলা করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর ক্যাম্পাস সংলগ্ন গেরুয়ার স্থানীয় লোকজনের মসজিদে ঘোষণা দিয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা মামলা করার দাবিসহ মোট ছয়টি দাবি পেশ করেন। তাদের অন্য দাবিগুলো হচ্ছে- ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসে ফেরাতে হবে, হল খুলে দিয়ে মৌলিক সেবা নিশ্চিত করতে হবে, হামলার সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অস্থিরতার দায় প্রশাসনকে নিতে হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে জাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। এ সময় স্থানীয়দের বিরুদ্ধে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল ও শিক্ষার্থীদের বিরুদ্ধে বেশকিছু দোকান ভাংচুর করার অভিযোগ ওঠে।
প্রকৌশল নিউজ/এমআর