মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগে মানব বন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খালাশপীর-চতরা সড়কের ছোট রসুলপুর নামক স্থানে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কয়েকশত নারী-পুরুষ অংশ গ্রহন করেন। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, ছোট রসুলপুর গ্রামের মসজিদ কমিটির সভাপতি কামরুজ্জামান। তিনি বলেন, বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ক্ষমতার অপব্যাবহার করে মসজিদের ৯৩ শতক জমি জোর পূর্বক দখলের চেস্টা করছে। এছাড়া, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ বানিজ্যে, ক্ষমতার অপব্যবহার করে এলাকায় বিশৃঙ্থলা সৃষ্টি করছে। আমরা কৃষক আর সাধারণ শান্তিকামী মানুষ এসব থেকে পরিত্রাণ চাই।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে যেন কেউ হস্তক্ষেপ না করে। জোর পূর্বক দখলের চেস্টা না করে।
এলাকায় রুহুল হত্যা নিয়ে বক্তারা আরো বলেন, কিছুদিন আগে রুহুল হত্যা মামলার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হয়। সেই সাথে, মানববন্ধন শেষে গ্রামবাসী ওই সড়কে বিক্ষোভ করে। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
এ বিষয়ে প্রতিবেদক জাহাঙ্গীর আলমের সাথে কথা বলেন। তিনি বলেন ‘আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে’ ।