আক্কাস হত্যা মামলা: ৪ জনের যাবজ্জীবন, ৫ জন খালাস
জামালপুরের বকশীগঞ্জের আক্কাস আলী হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় পাঁচ জনকে খালাস দেয়া হয়েছে। জামালপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান সোমবার দুপুরে এ রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন বকশিগঞ্জ উপজেলার উত্তর মাঝপাড়া গ্রামের হানিফ মিস্ত্রী, মো. ফরিদ, চরকাউরিয়া সীমারপাড় গ্রামের ফরিদ মিয়া ও আহাদ আলী।
মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে বকশীগঞ্জের চরকাউনিয়া সিমারপাড় গ্রামের আক্কাস আলী জুয়া খেলতে বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন সকালে উত্তর মাঝপাড়া কুটির ঘাট এলাকার ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। তিনি এলাকায় সাদা আক্কাস নামে পরিচিত ছিলেন।
এ ঘটনায় আক্কাসের ছেলে সাইফুল ইসলাম বকশীগঞ্জ থানায় হানিফ মিস্ত্রিসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি নির্মল কান্তি ভদ্র নিউজবাংলাকে জানান, আক্কাসকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আসামিদের সাজা দিয়েছে আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আসামী পক্ষের আইনজীবি তাইজুল ইসলাম তাজুল বলেন, ‘আদালত সন্দেহের বশবর্তী হয়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সুনির্দিষ্ট কোনো তথ্য ও কোনো স্বাক্ষী ছিল না, তবুও আদালত এ রায় দিয়েছে। আমরা উচ্চ আদালতে যাবো।’