কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি :
কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  • Font increase
  • Font Decrease

কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় অবস্থিত ‘আবুল খায়ের গ্রুপের’ সিরামিক কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদুষ সরকার(২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) দুপুর পৌণে ১ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

নিহত শ্রমিক বিদুষ সরকার রাজশাহী বাগমারা থানার খয়রা এলাকার বিধন সরকারের ছেলে। সে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় ওই কারখানার মেসে থেকে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করত।

জানা যায়, এর আগে এই কারখানার একই শাখায় গত ১৪ ডিসেম্বর (সোমবার) রাতে বালু চাপা পড়ে আবুল হাসেম আইয়ুব (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, শনিবার দুপুর পৌণে একটার দিকে সিরামিক কারখানায় ভেতরে মিক্সিং শাখার একটি ড্রেন পরিষ্কার শেষে বৈদ্যুতিক স্ট্যান্ড ধরে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বিদুষ। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিতা দাশ বলেন, ''দুপুর একটার দিকে বিদুষ দাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ পুলিশ থানায় নিয়ে যায়।''