একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন


প্রকৌশল নিউজ ডেস্ক :
একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৪ হাজার ১৬৬ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়। এতে মোট ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬৬ কোটি ৫৯ লাখ টাকা। একনেক কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে গণভবন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।