সামাজিক ও অর্থনৈতিক সূচকে বৈপ্লবিক পরিবর্তন : বিডা চেয়ারম্যান


প্রকৌশল প্রতিবেদক :
সামাজিক ও অর্থনৈতিক সূচকে বৈপ্লবিক পরিবর্তন : বিডা চেয়ারম্যান
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের স্বপ্ন দেখিয়েছেন ২০৩১ সালে উচ্চ মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণের। আমাদের সামাজিক ও অর্থনৈতিক সূচকে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরও চারটি সেবা।

বৃহস্পতিবার বিডা আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুইটি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি সেবাসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

বিডার চেয়ারম্যান বলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এখন থেকেই আমাদের ডিজিটাল টেকনোলোজির ব্যবহার বাড়াতে হবে বহুগুণ। আমাদের কম প্রসেসে, কম খরচে, দ্রুত স্বচ্ছ সেবা দিতে হবে। তাহলে ব্যবসা-বিনিয়োগ শুরু করার প্রকৃত সময় এবং খরচ অনেক কমে যাবে। ফলে ইজ অফ ডুয়িং সূচকে আমাদের অনেক অগ্রগতি হবে যা বিদেশি বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ সেবার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। আমরা ইতোমধ্যে ১৫ প্রতিষ্ঠানের ৪৭ সেবা দিয়ে আসছিলাম আজ আরও ৪ সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৬ সংস্থার ৫১ বিনিয়োগ সেবা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ২০১৯ সালে বিডা ওএসএস পোর্টালে মাত্র দুইটি সেবা ছিল, কোভিট-১৯ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই দুই বছরে আমরা ওএসএস পোর্টালে ৫১ বিনিয়োগ সেবা সংযুক্ত করতে পেরেছি। আমাদের এ সেবা প্রতিদিন চব্বিশ ঘন্টা চলমান। তিনি বিনিয়োগকারীদের বিডা ওএসএস থেকে সার্ভিস নেওয়ার জন্য এবং অন্যদেরকেও উদ্ভুত্ত করার আহ্বান জানান।

বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান বলেন, আজ বিডা’র ওএসএস পোর্টালে নতুন চারটি সেবা যুক্ত হওয়ায়, এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরও বেশি বিনিয়োগ সেবা পাবেন। আজ যে নতুন চারটি সেবা যুক্ত হলো তার মধ্যে বিদ্যুৎ বিভাগের একটি সেবা রয়েছে। এখন থেকে বিনিয়োগকারীরা বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করতে পারবেন। যথাযথ কাগজপত্র প্রদানপূর্বক অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জহিরুল আলম দুবাশ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-র সভাপতি মাহবুবুল আলম, ফরেন ইনভেস্টর্স চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক নুরুল কবির, বিজনেস অটোমেশনের জাহিদ হাসান মিতুল বক্তব্য রাখেন।