২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ


প্রকৌশল নিউজ:
২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ
  • Font increase
  • Font Decrease

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা বিভাগ সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারির প্রস্তাব নিয়ে এসেছিল। সংসদ অধিবেশন বসতে আর সাত দিন বাকি। তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে এটা অর্ডিন্যান্স করার দরকার নেই। এটা ভোটিং সাপেক্ষে সরাসরি অনুমোদন দেওয়া হলো, প্রথম দিনই এটা পুটআপ করে ২-৩ দিনের মধ্যে আইন করে যাতে ২৫, ২৬ বা ম্যাক্সিমাম ২৮ জানুয়ারির মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া যায়, এটাই সিদ্ধান্ত হয়েছে আজ।