শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে : শিক্ষামন্ত্রী


প্রকৌশল নিউজ :
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার সংক্রমণ বাড়তে থাকলে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল- তা সম্ভব হবে না।

শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে।

এর অগে, প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। 

প্রসঙ্গত, তখন করোনার শনাক্ত হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরো কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়। তবে এরপর থেকে তা বাড়তে থাকে। শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে যায়।

প্রকৌশল নিউজ/এমআর