১৭ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে না


প্রকৌশল নিউজ ডেস্ক :
১৭ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে না
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম শেষে হল খোলার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া, ১৭ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) হল খুলছে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। তিনি আরো জানান, ২৪ তারিখের পরীক্ষা শুরুর বিষয়টি একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে সেজন্য পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার সকালে মহসীন হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে সেজন্য পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, হল খোলার দাবিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ২২শে ফেব্রুয়ারি আগামী ১৭ই মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া আগামী ২৩শে মে স্কুল-কলেজ আর ২৪শে মে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথাও জানান তিনি।