একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাতে


প্রকৌশল প্রতিবেদক :
একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাতে
  • Font increase
  • Font Decrease

 ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হবে আজ রাত ৮টায়। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেগুলোতে এ ফল জানা যাবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।

শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায়  ফল পাওয়া যাবে এ ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd)।

উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য গত ৮ জানুয়ারি অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ২৩ জানুয়ারি।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন আছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন। প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে। সে হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে বলে জানান তিনি।

আগামী ২ মার্চ থেকে একাদশের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।