এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি


প্রকৌশল নিউজ ডেস্ক :
এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

হাসপাতালে চিকিৎসাধীন খ্যাতিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা বেশ উন্নতির দিকে। 

বৃহস্পতিবার অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায়, তার শরীরে অন্য কোনো রোগ আছে কি না, তা পরীক্ষা জন্য ১০টির বেশি টেস্ট করা হয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। সেগুলো সম্পন্ন হলে গুরুতর সমস্যা দেখা না দিলে তিনি বাড়িতে ফিরতে পারবেন।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তীব্র শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবীণ এ অভিনেতার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না, সেটা জানতে তার শরীরের প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব কটি পরীক্ষার ফলাফল হাতে পেলেই বাসায় ফিরবেন তিনি। শ্বাসকষ্ট দেখে চিকিৎসকেরা প্রথম দিকে ধারণা করেছিলেন, এ টি এম শামসুজ্জামান করোনায় আক্রান্ত। পরে পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। ফলাফলে জানা যায় করোনা নেগেটিভ।

শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক পাওয়া এ টি এম শামসুজ্জামান দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও গল্পকার। অভিনয়ের জন্য কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রকৌশল নিউজ/ এমআর